Saturday, October 12, 2019


আবেদন
হাকিকুর রহমান

সাধারনের কাতারে নিজেকে দাড় করাই
তাদের হাসি কান্নার সাথে নিজেকে মিলাই।
ধর্ম, বর্ণ নির্বিভেদে নিজেকে বিলিয়ে দেই
তাদের সমস্যা নিজের সমস্যা মনে করে নেই।
সাধ্যমতো চেষ্টা করি তাদের সমস্যা সমাধানে
তাদের ব্যথা নিজের মনে করে সাড়া জাগাই প্রানে।
এমন দিন আসুক, যেদিন সাধারন জনগণ থাকে সুখে
এদিনের তরে স্বপ্ন দেখা হোক, আশা জাগুক সবার বুকে।

No comments:

Post a Comment