Thursday, October 17, 2019


আধুনিক
হাকিকুর রহমান

খোন্তা, কুড়াল নিয়ে চল
গাছগুলো সব কেটে ফেল।
বাগান দিয়ে কি হবে
ওখানে এ্যাপার্টমেন্ট উঠবে তবে।
পুকুরগুলো ভরাট কর
সেথায় হবে বসত-ঘর।
নিম্নভূমি থেকে কি লাভ
বাড়ি করার জায়গার অভাব।
রাস্তার জন্যে জায়গা যে ছাড়ে
বোকার স্বর্গে সে বাস করে।
ভাবনা চিন্তার সময় নাই
চোখ উঁচিয়ে ছুটছে সবাই।
হতে হবে আধুনিক
দেখোনা চেয়ে চারিদিক।

No comments:

Post a Comment