Thursday, October 24, 2019

তথৈবচ
হাকিকুর রহমান

দুষ্ট লোকের মিষ্ট কথায় কান দিওনা
কখন কিযে বলে সেটা গোনায় নিওনা।
ধূর্ত সে যে, সকল সময় চাইবে হারাতে
এমন অনেক লোকই আছে, এইযে ধরাতে।
সকল সময় থাকে তারা ধরা ছোঁয়ার বাইরে
এমন সকল বুদ্ধি আঁটে, তখন কিছু করার থাকে নাইরে।
এসব লোকের মাঝে থাকা, বড়ই যে বিপদ
কখন জানি ডেকে আনে, নতুন কোন আপদ।
তবুও তারা কেনো জানি, প্রথম সারির লোক
যতই করো চেষ্টা, তারা যায় এড়িয়ে চোখ।

No comments:

Post a Comment