Tuesday, October 1, 2019

অকস্মাৎ
হাকিকুর রহমান
---------
দেখেছোকি দাঁড়কাকেরা বাইছে কভূ দাঁড়?
বসে আছি এককোনেতে হুমড়ে পড়ে ষাঁড়!
দেখেছোকি তেঁলাপোকা উড়ছে দুরে আকাশে?
থেমে থাকে জোনাকিরা পড়লে আলো বাতাসে!
শুনেছোকি খেকশেয়ালী গাইছে কোন গান?
সিড়ি ঘেরা পুকুর ঘাটে নাইছে হনুমান!
শুনেছোকি কাঠবেড়ালী খাইছে বসে কাঠ?
তেড়ে আসে ভিমরুলেরা ধাইছে পুরো মাঠ!
ভেবেছোকি আমড়াকাঠে হবে কি আর ঢেকি?
মাঠে ঘুরে দামড়াগরু বাকি সবাই মেকি!
ভেবেছোকি রং-তুলিহীন হবে কোন ছবি?
পারিনাতো লিখতে কিছুই তবু হলেম কবি!

No comments:

Post a Comment