নতুন দিন
হাকিকুর রহমান
আঁধার কেটে উঠেছে সুর্য, পূবের আকাশ জুড়ে
পাখীগুলি সব করে কলোরব, জেগে উঠে তাদের নীড়ে।
মানুষ সকল শুরু করে দিন, করে স্রষ্টার বন্দনা
নতুন এদিন হয় যেনো সফল, নিয়ে এই মন্ত্রণা।
ছোট খোকা-খুকু ঘুম থেকে উঠে, রওনা দেয় স্কুলে
ভবিষ্যতের মানুষ হবার, লক্ষ্য সামনে তুলে।
কর্মজীবিরা বেরিয়ে পড়ে কাজে, হয় নতুন দিনের শুরু
এমনি করে পৃথিবীটা চলে, বাজিয়ে জীবনের ডামাডুরু।
No comments:
Post a Comment