গোমতীর তীরে
হাকিকুর রহমান
গোমতীর তীরে
ধানভরা নৌকা এসে ঘাটেতে ভিড়ে।
ধানগুলো তাড়াতাড়ি লাগবে তোলা
এবার হয়েছে ভালো ধান
ভরবে উঠান, ভরবে গোলা।
যা ফলেছে এই পার্বনে
তাই কিছু নিয়ে
সামনের পার্বন যাবে
এই ধান দিয়ে।
ধান কেটে চাষীর মনে আশা কতো
ধান বিকে পুরবে ঘরের অভাব যতো।
ভরে থাক চাষীদের এই কলতান
সারাটা বছর থাকুক গোলা ভরা ধান।
No comments:
Post a Comment