Thursday, October 17, 2019


পুনরারম্ভ
হাকিকুর রহমান

ধ্যান ধারনার উর্দ্ধে উঠে আবার বিচরণ
সত্যি কথা বলার ফলে এমন আচরণ।
চলতে পথে পিছলে পড়ে ক্ষণিক থামা সেই
পিছন ফিরে তাকিয়ে দেখি পায়ের চিহ্ন নেই।
ঘুম তাড়ুয়া চিন্তাগুলো চেপে বসে রাতে
নতুন আশার স্বপ্নে বিভোর হইযে প্রতি প্রাতে।
কেমন করে ঘটলো এসব বুঝতে পারিনিযে
এমন দিনও দেখতে হবে তখন বুঝিনিযে।
কার কাছে যে বিচার দিবো স্বাক্ষী সবুদ নেই
উপরে আছেন সৃষ্টিকারী শেষ ভরসা সেই।

No comments:

Post a Comment