Saturday, October 12, 2019


মহাকাল
হাকিকুর রহমান

মহাকালের গহ্বরে নিপতিত হয়
জীবনের প্রতিটি পদক্ষেপ
যতই উদ্ধারিত হবার প্রয়াস করিনা কেনো
আরও গভীরে তা হয় নিক্ষেপ।
উদ্ভাবনার দ্বার খুলে দিয়ে
স্বপ্নের কাছে করা নিজেকে আত্মসমর্পণ
পরিত্রিত হবার লক্ষ্যে আকুল প্রচেষ্টা
তবে, ক্ষণকাল করে সেটা নিরুপণ।
আত্ম তৃপ্তি, আত্ম শুদ্ধি
আত্মার প্রকৃত সংজ্ঞার সন্ধানে
কায়মনোবাক্যে পদক্ষেপ গ্রহণ
অনাদিকাল তৃষায়িত প্রাণে।

No comments:

Post a Comment