Thursday, December 2, 2021

 

অনুরাগী
হাকিকুর রহমান 
 
কঞ্চিখানি বাঁশঝাড়কে ডাকিয়া কহে,
দখিনার সাথে দোলায়িত হই তব ঝাড়ে-
কতনা আনন্দেই দুলি এপাশে-ওপাশে,
যখন বিশেষ করি, দখিনা পবন বহে।
 
তবু একাকী লাগে নিজেকে বড়ই শীর্ণ,
শাখেতে জড়ায়ে তব, পার করি কাল অতি নির্বিঘ্নে-
তোমারই তো শাখা আমি, আর তাই রহি মহা উৎকীর্ণ।
 
তবে, যবে পথচারীরা মোরে একা পায়,
বালখিল্যতায় তোমা হ’তে ছিঁড়ে নিতে চায়।
 
আর আমি একাকীত্বের যন্ত্রণাতে ভুগি,
তুমিতো রয়েছো দাঁড়ায়ে দৃঢ় চিত্তে
সুউচ্চ হয়ে, আকাশটাকে ছুঁইবার নিমিত্তে,
তবে আমি অতিশয় দূর্বল একা
তবু রহি তব অনুরাগী।
 
(উৎকীর্ণ- অলঙ্কৃত)
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

No comments:

Post a Comment