Thursday, March 31, 2022

 

নৈপুণ্যের খোঁজে
হাকিকুর রহমান 
 
প্রভৃতিকে কইলাম,
অত্র অঞ্চলের প্রতিটি গাঁয়ে
ঘুরে ঘুরে বের করো নৈপুণ্যকে,
সে পই পই করে
গাঁয়ের পর গাঁ উজাড় করে
ধরে আনলো চৈতন্যকে,
আর কইলো-
তোমাকে নৈপুণ্যের হয়ে কথা বলতে হবে।
সে সন্তর্পণে উচ্চারিল,
আমি তো জেগে জেগেই ঘুমাই-
ওটা আমার দ্বারা সম্ভব হবে না,
ওদিকে তাড়াহুড়ো করে খুঁজতে গিয়ে
সলতে থেকে তেল পড়ে
প্রায় সহস্রাধিক পৃষ্ঠা থেকে
সকল শব্দের আদ্রাক্ষর মুছে গেলো!
প্রভৃতি তখন, (ন)গণ্য, (অ)নন্য,
(জ)ঘন্য, (বি)ভিন্ন, (অ)সামান্য,
(অ)ভিন্ন- দেরকে হাজির করলো-
ওরাতো কেঁদেই শেষ,
জীবনেও কেউ কখনও দেখেনি নৈপুণ্যকে।।

No comments:

Post a Comment