Thursday, June 16, 2022

 

আলোকিত দিন
হাকিকুর রহমান 
 
যদি কোনওদিন
হাজার মাইলের ব্যবধানে ঘটে
তার মাঝে, আর আমার মাঝে-
দিনের শেষে সূর্যটা যদিও ঢলে পচিমে
তবুও হাঁটার নেশাটা থামেনা।
ওহে সহযাত্রী, এই নিকষকালো
রাতের সাথী হয়ে
পা বাড়াবে কি আমার সাথে?
আশাগুলো কুহেলিকার মতন
উবে যায়, নিঃশব্দে ভারাক্রান্ত
প্রান্তরে-
ঘন কুয়াশায় ঢাকা ফেলে আসা পথটা
তবুও হাতছানি দিয়ে ডাকে।
ছেঁড়া জোৎস্না হয়তোবা
অভিমান করে
পথটাকে আড়াল করে রাখে।
তা, হোক না জুতোর শুকতলিটা ক্ষয়,
ধরুক না পায়ের গোড়ালিতে ব্যথা,
পথের ওপারে তো
আলোকিত দিন
আমারই অপেক্ষায় আছে।

No comments:

Post a Comment