Thursday, October 1, 2020

 

বানভাসি
হাকিকুর রহমান 
 
ভরা যমুনায় উঠিলো যে ঢেউ
ছলকিয়া যায় পাড়ে,
তরীগুলি সব আলুথালু কাঁপে
শকতি লাগে যে দাঁড়ে।
দারা-পরিবার লইয়া কতজনা
পারেতে করে যে বাস,
আধা জলে ভরা, আধা পলি পড়া
তাহাতেই করে চাষ।
ভাবে এইবারে, বিকিয়া ফসল
ঘরেতে দিবে সে চালা,
অসময়ে আসা, প্লাবনে তাহার
হৃদয়ে বাড়ালো জ্বালা।
এমনি করিয়া, জীবন ভরিয়া
স্বপনই দেখিয়া যায়,
বানভাসি হয়ে, জা'গা-জমি খুয়ে
আকাশের পানে চায়।
(তাঁদের জন্যে টেকসই ব্যবস্থাপনার প্রয়োজন)
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment