Saturday, October 31, 2020

 

ছড়া- কাক ও কোকিল
হাকিকুর রহমান
কোকিল ডাকিয়া কহে,
ওহে কাক, ওহে
সারাক্ষণ কহি “কা”, “কা”
রহো কোন মোহে।
কাক কহে, আমি ভাই
ভদ্র অতিশয়,
অন্য কিছু ডাকিনাতো
না জানি, অভিনয়।
তুমি তো ভায়া
কত রঙ্গ জানো,
ঋতু বৈচিত্রের কথা
রীতিমত মানো।
তাই আমি রহি হেথা
লয়ে মনে সুখ,
নাহিকো আমার মনে
তাই কোনও দুখ।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment