Thursday, October 1, 2020

 

ছড়া- যন্ত্র-মন্ত্র
হাকিকুর রহমান 
 
হুড়ুম খেয়ে গুড়ুম করে
পেট্টা গেলো ফেঁপে,
তেষ্টা পেয়ে কেষ্টা ব্যাটা
হাঁটছে কেঁপে কেঁপে।
ষন্ডা মতো গুন্ডাগুলো
দাবড়ে বেড়ায় মাঠে,
আমড়া গাছের দামড়া ভূতের
দিব্বি যে কাল কাটে।
ঝ্যামটা মেরে খ্যামটা নাচন
যাচ্ছি দেখে ভাই,
হম্বি করে তম্বি দশা
দেখার কেহ নাই।
যন্ত্র গুলোয় মন্ত্র পড়ে
দিচ্ছে কে যে ফুঁক,
হন্ত আর দন্ত দেখে
বুক করে ধুঁক ধুঁক।
(হুড়ুম-মুড়ি)
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment