Thursday, October 1, 2020

 

অস্তাচল
হাকিকুর রহমান 
 
সাঁঝের বেলা ভাঁটির টানে
গাঙ্গ পেরুনোর ইচ্ছে নেই,
বছর ঘুরে চোতের মাঠে
পূবের হাওয়া বইলো সেই।
কেমন করে চিনবো তারে
নামটা যে তার নেই জানা,
মনের আবেগ উজাড় করে
ডাকতে তারে নেই মানা।
অস্তাচলে যায় যে চলে
আলসে পড়া দিবাকর,
পূর্ণশশী উঠলো বলে
গুঞ্জে উঠে মধুকর ...
(সর্বস্বত্ব সংরক্ষিত)

No comments:

Post a Comment