Tuesday, January 14, 2020

চলাচল
হাকিকুর রহমান

জুতো জোড়া হাতে নিয়ে
হাঁটেন দাদু বুড়ো,
ছাতা খানা সঙ্গে নিয়ে
চলেন সাথে খুড়ো।
পথের মাঝে গর্ত খানা
বেজায় ছিলো মস্ত,
লম্ফ দিয়ে পার হতে
প্রাণটা গেলো অস্ত।
কাদা পানি দিয়েই বুঝি
রাস্তা খানি গড়া,
পড়ো যদি প্যাকের মাঝে
বন্ধ নড়া চড়া।
করার কিছু নেইকো বাপু
এমনি করেই চলা,
মোড়ল বাবু রাস্তা বানান
তাতেও ছলা কলা।
 

No comments:

Post a Comment