Saturday, January 4, 2020

অঙ্কিত পথ
হাকিকুর রহমান

বিদীর্ণ বক্ষে, হেরি সমক্ষে
ভাবনার পরিত্রাণ
কম্পিত লয়ে, ঘুরি বলয়ে
আছে কোন সমাধান?
বাসনার ভেরী, সহেনাকো দেরী
ঘুরে ফিরি পিয়াসায়
অঙ্কিত পথে, গতি কোনমতে
চলা যেনো কি আশায়।
পাছে হয় দেরী, নহে হেরা ফেরি
সমুখের পানে চলা
দিবা যায় চলে, নাহি কিছু বলে
তবু তার কথা বলা।
অযাচিত মনে, ফিরি ক্ষণে ক্ষণে
দেখি তমসায় আলো
জীবনের শিখা, পেরিয়ে পরিখা
তবু তারে বাসি ভালো।

No comments:

Post a Comment