Tuesday, January 14, 2020

পুনশ্চ
হাকিকুর রহমান

গতিপ্রক্রিয়া নির্ধারণ করতঃ
পুনরায় পদক্ষেপ গ্রহণ,
আবেগের আতিশয্য আর নহে
ঘটাই নিরেট পরিশুদ্ধতার প্রতিফলন।
বিবেচ্য বিবেচনায় গন্য করিয়া
অভীষ্ট গন্তব্যের তরে প্রণিধান,
বিভ্রান্তির অতলান্ত আর নহে
আত্মশুদ্ধিকরণেই নিহিত সকল সমাধান।

No comments:

Post a Comment