শ্বাস্বত
হাকিকুর রহমান
একি অপরূপ রূপ, হেরিনু তোমার
জননী জন্মভূমি-
জুড়ালো পরাণ, গাহি তার গান
চির শ্বাস্বত তুমি।।
ভাসিছে মেঘের ভেলা,
গগনে করিছে খেলা,
কাটিলো সারা বেলা।
নদী বহে কুলুকুল,
কিযে মনোহর দু'কুল,
শাখাতে ফুটেছে বকুল।
মাঠে সোনারং ধান,
রাঁখাল গাহিছে গান,
জুড়ালোযে মন-প্রাণ।
হাকিকুর রহমান
একি অপরূপ রূপ, হেরিনু তোমার
জননী জন্মভূমি-
জুড়ালো পরাণ, গাহি তার গান
চির শ্বাস্বত তুমি।।
ভাসিছে মেঘের ভেলা,
গগনে করিছে খেলা,
কাটিলো সারা বেলা।
নদী বহে কুলুকুল,
কিযে মনোহর দু'কুল,
শাখাতে ফুটেছে বকুল।
মাঠে সোনারং ধান,
রাঁখাল গাহিছে গান,
জুড়ালোযে মন-প্রাণ।
No comments:
Post a Comment