প্রতিদান
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
কুঠার কাঁদিয়া কহে-
ওহে মহীরুহ, চরণে পড়িনু তব,
দান করোহে মোরে একখানি শুষ্ক গ্রন্থি,
যাতে করি হইতে পারি আমি কর্মক্ষম-
রহিয়াছি বহুদিন ক্ষুধাতুর।
মহীরুহের বিশাল পরান-
হেরিয়া কুঠারের অতিভক্তি,
ফেলিল একখানি গ্রন্থি, আর কহিল,
লও হে ভেট মম,
নিঃশন্ক চিত্তে করোহে ইহার ব্যবহার,
তোমা প্রতি ইহা আমার ভালোবাসার প্রতিদান,
প্রীত হইলাম করিতে তোমার যৎসামান্য কল্যাণ।
প্রস্তুত হইয়া কুঠার,
প্রথমেই করিল কর্তন মহীরুহের গোড়াখানি;
হায়রে,
এই জগৎ সংসারে প্রকৃত উপকারীর ইহাই প্রত্যর্পণ!
(কুঠার- কুড়াল, গ্রন্থি- ডাল, প্রত্যর্পণ- প্রতিদান)
ওহে মহীরুহ, চরণে পড়িনু তব,
দান করোহে মোরে একখানি শুষ্ক গ্রন্থি,
যাতে করি হইতে পারি আমি কর্মক্ষম-
রহিয়াছি বহুদিন ক্ষুধাতুর।
মহীরুহের বিশাল পরান-
হেরিয়া কুঠারের অতিভক্তি,
ফেলিল একখানি গ্রন্থি, আর কহিল,
লও হে ভেট মম,
নিঃশন্ক চিত্তে করোহে ইহার ব্যবহার,
তোমা প্রতি ইহা আমার ভালোবাসার প্রতিদান,
প্রীত হইলাম করিতে তোমার যৎসামান্য কল্যাণ।
প্রস্তুত হইয়া কুঠার,
প্রথমেই করিল কর্তন মহীরুহের গোড়াখানি;
হায়রে,
এই জগৎ সংসারে প্রকৃত উপকারীর ইহাই প্রত্যর্পণ!
(কুঠার- কুড়াল, গ্রন্থি- ডাল, প্রত্যর্পণ- প্রতিদান)
No comments:
Post a Comment