Saturday, January 4, 2020

ভাবনা
হাকিকুর রহমান

আদ্যপান্ত শুনে-
চমকিয়া উঠি,
এ সমাজকে ধরেছে আজ ঘুনে।
করিয়া ঈষৎ নাব্য-
ভাবিলাম মনে,
শুনিবোনা আর এসব অশ্রাব্য।
বন্ধ করিয়া আঁখি,
ভাবনার দ্বারে বসে থাকি।
দুই কানে দুই হস্ত,
ঘটুক ঘটনা সমস্ত।
বাঁধন দিলেম মুখে,
রহিবো লইয়া চিত্ত, মহাসুখে।
সম্বিত ফিরিয়া দেখি,
সকলি গরল ভেল, সকলি মেকি।
তাই যাহা প্রাণে চায়,
লিখে গেনু কবিতায়।

No comments:

Post a Comment