Thursday, January 9, 2020

কর্ম
হাকিকুর রহমান 

হেরিয়া ময়ূরের পুচ্ছ, কহে বুলবুলি
আহা, কিযে মনোহর! নাচো চুলখুলি।
কি যাদু আছে ওহে, তব পুচ্ছে?
যাদুকরী মায়ারঙ, বাঁধা আছে গুচ্ছে।
আমিতো সামান্য পক্ষী, অতিশয় ক্ষুদ্র
নৃত্য তব রমণীয়. লাগে যেনো রুদ্র।
ময়ূর কহিল তাহে, ওহে প্রিয় বন্ধু
ক্ষুদ্র জল কনাতেই, তৈরী হয় সিন্ধু।
ধরিত্রীর উপরেতে, সকলেই সমান
কর্মতেই পরিচিতি. তাহাতেই সম্মান।

No comments:

Post a Comment