সত্য-মিথ্যা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
সত্য ডাকিয়া কহে
মিথ্যা ওরে ভাই,
সারাক্ষণ ছলনাতে
তোর জুড়ি নাই।
বিবেকের দংশন বলে
আছে কি তোর কিছু,
বিনা মেঘে বজ্রপাত
ছাড়েনা তোর পিছু।
কথায় কথায় করিস
দিনকে যে রাত,
তোর সাথে পারা দায়
সেকি উৎপাত।
মিথ্যা হাসিয়া কহে
করোনাকো ভয়
মিথ্যার দশদিন
তবু তোমারি হবে জয়।
মিথ্যা ওরে ভাই,
সারাক্ষণ ছলনাতে
তোর জুড়ি নাই।
বিবেকের দংশন বলে
আছে কি তোর কিছু,
বিনা মেঘে বজ্রপাত
ছাড়েনা তোর পিছু।
কথায় কথায় করিস
দিনকে যে রাত,
তোর সাথে পারা দায়
সেকি উৎপাত।
মিথ্যা হাসিয়া কহে
করোনাকো ভয়
মিথ্যার দশদিন
তবু তোমারি হবে জয়।
No comments:
Post a Comment