Saturday, January 4, 2020


গল্প
হাকিকুর রহমান

আমার কোন গল্প নেই বলার,
আমার কোন গল্প নেই লেখার,
আমার কোন গল্প নেই দেখানোর,
আমার কোন গল্প নেই ভাগ করে নেবার,
তাই বলে আমার গল্পের ঝুড়িটা খালি নেই-
সেখানে আছে আমার বেঁচে থাকার গল্প।

No comments:

Post a Comment