Saturday, January 25, 2020


অতিথি
হাকিকুর রহমান

দুয়ারে দাঁড়ানো অতিথি
দাওগো পিড়িটা পেতে,
যাকিছু আছে প্রস্তুত
দাওনা তাহারে খেতে।
দেখে মনে হয়, বহুদিন হলো
খায়নিকো কিছু ভালো-মন্দ,
কি সকরুণ, দৃষ্টিতে চায়
মনেতে যেনো নেই কোন আনন্দ।
হৃদয় গভীরে দাগ কেটে যায়
দেখে তার বিষন্ন মুখ,
চেষ্টা করিতে ক্ষতি কি আছে
পায় যেনো সে কিছু সুখ।

No comments:

Post a Comment