Thursday, January 9, 2020

শ্রাবণ চিরন্তন
হাকিকুর রহমান 

শ্রাবণ ধারা আসলো ফিরে
মেঘের আঁচল নামলো ঘিরে,
পড়লো চোখে জলের ধারা
করলো হৃদয় পাগল পারা।।
সূর্য হারায় মেঘের ছায়ায়
সরিৎ ভরে জলে
উদাস বাউল সুর যে হারায়
অজানা কোন ছলে।
ঢেউ উঠেছে গাঙ্গের কুলে
দুলছে তরী গুলি
ভাবনাগুলো উধাও হলো
রাখলো কোথায় তুলি।
পবন আবার মান করেছে
থামবেনাকো আর
জলের ছাটা আসুক ঘরে
দিলেম খুলে দ্বার।
(সরিৎ- নদী)

No comments:

Post a Comment