ভড়ং
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ভড়ং দেখে ফোড়ন কেটে খেকশেয়ালী হাসে
লজ্জা পেয়ে জোনাক গুলো লুকালো ঝাঁড় বাঁশে।
তাইনা দেখে চামচিকেটা মারলো কষে লাথি
লাথি খেয়ে হুমড়ি খেয়ে পড়লো বিশাল হাতি।
হাতি পড়ার শব্দ শুনে গাধা কেঁদে মরে
গাধার কাঁদন দেখতে হুতুম চশমাটাকে পরে।
চশমা ছাড়া আঁধার বনে চলা ফেরা দায়
ভোঁদড় বেটা ছুড়লো কাদা লাগলো এসে গায়।
এসব দেখে কাঠবেড়ালী কুলুপ আঁটে মুখে
বনবাঁদাড়ে বুনো বেড়াল থাকে যে কোন সুখে।
জনম দুখী জলার হরিণ হারিয়ে গেলো কোথায়?
লম্বামুখো মদন টেকো কোথায় পাওয়া যায়?
তবুও বানর কেনো জানি থামায় না তার ভড়ং
এমনি করেই চলছে জগৎ- হড়কা বিলের হড়ং।
(হড়ং- বান)
লজ্জা পেয়ে জোনাক গুলো লুকালো ঝাঁড় বাঁশে।
তাইনা দেখে চামচিকেটা মারলো কষে লাথি
লাথি খেয়ে হুমড়ি খেয়ে পড়লো বিশাল হাতি।
হাতি পড়ার শব্দ শুনে গাধা কেঁদে মরে
গাধার কাঁদন দেখতে হুতুম চশমাটাকে পরে।
চশমা ছাড়া আঁধার বনে চলা ফেরা দায়
ভোঁদড় বেটা ছুড়লো কাদা লাগলো এসে গায়।
এসব দেখে কাঠবেড়ালী কুলুপ আঁটে মুখে
বনবাঁদাড়ে বুনো বেড়াল থাকে যে কোন সুখে।
জনম দুখী জলার হরিণ হারিয়ে গেলো কোথায়?
লম্বামুখো মদন টেকো কোথায় পাওয়া যায়?
তবুও বানর কেনো জানি থামায় না তার ভড়ং
এমনি করেই চলছে জগৎ- হড়কা বিলের হড়ং।
(হড়ং- বান)
No comments:
Post a Comment