Tuesday, January 14, 2020

ভ্রমন
হাকিকুর রহমান

হালুয়াঘাটের হালুয়া খেয়ে
গেলাম বাকেরগঞ্জ,
বাকরখানি খেয়ে তবে
এলাম নারায়নগঞ্জ।
শীতলক্ষ্যার পাড়ে বসে
ভাবি গৌরীপুর,
গৌরীপুরের মৌরি খেয়ে
মনটা ভরপুর।
এরপরেতে গেলাম আমি
কায়েতটুলির মাঠে,
বকশিবাজার, নারিন্দাতে
সারাটাদিন কাটে।
কুমারখালী, মধুখালীর
বাজার জমজমাট,
তারপরেতে গেলাম আমি
বাহাদুরাবাদ ঘাট।
নাটোর যাবার পথে
থামি দিঘাপাতিয়ায়,
কাঁচাগোল্লা খেয়ে তবে
হৃদয়টা জুড়ায়।

No comments:

Post a Comment