অভিলাষ
হাকিকুর রহমান
কায়মনোবাক্যে নিবেদিত করি প্রাণ
উচ্চারিত করি স্রষ্টার গুনগান।
দিবস শুরু করি যেনো তোমারি প্রার্থনায়
সমগ্র দিন উৎসর্গ করি বাঁচিবার প্রেরনায়।
হৃদয়ের অন্তস্থলে রাখি তোমারে সারা দিনমান
প্রার্থনারত হই তোমার, হলে দিবসের অবসান।
দিবানিশি একান্ত মনে তোমারেই উচ্চারি
ভব সাগরে, অকুল পাথারে, তুমি দ্বারা উদ্ধারি।
হাকিকুর রহমান
কায়মনোবাক্যে নিবেদিত করি প্রাণ
উচ্চারিত করি স্রষ্টার গুনগান।
দিবস শুরু করি যেনো তোমারি প্রার্থনায়
সমগ্র দিন উৎসর্গ করি বাঁচিবার প্রেরনায়।
হৃদয়ের অন্তস্থলে রাখি তোমারে সারা দিনমান
প্রার্থনারত হই তোমার, হলে দিবসের অবসান।
দিবানিশি একান্ত মনে তোমারেই উচ্চারি
ভব সাগরে, অকুল পাথারে, তুমি দ্বারা উদ্ধারি।
No comments:
Post a Comment