Saturday, January 4, 2020

রাগ (সঙ্গীত)
হাকিকুর রহমান

ওরে দাদা, নাহি বাধা-
খেয়ে আদা, রাগে সাঁধা।।
আহারে!
কি তালে ধরিলে রাগ ভৈরবী
তালে তালে নাচে ঐ গেরুয়া বসনা বৈষ্ণবী।
ধরিলে ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরী
তুলিতে লাগিলে ধ্বনিতে ধ্বনিতে লহরী।
সাথে ধরিলে রাগ আলাহিয়া বিলাবল
হৃদয়কে করিলে অতি আলোড়িত, বিহ্বল।
বসে আরও ধরো রাগ ভিমপলশ্রী
হেরিলে তন্দ্রা, সাথে জাগিলো বনশ্রী।
কি মধুর লাগিলো, রাগ বৃন্দবনী সারং
লয়ের সাথে করো কতো, শারীরিক ঢং।
রাগ-রাগীনিতে হইলো বিমোহিত সকলে
তোমারই এ সাধনা কভু যাবেনা বিফলে।

No comments:

Post a Comment