Saturday, January 4, 2020

দিগন্ত
হাকিকুর রহমান

পূবের আকাশে উঠেছে সূর্য
নতুন দিনের শুরু
ভোরের আলোকে রাঙিয়েছে ভুবন
সাজিয়েছে শাখা তরু।
ইশারা আবার পথ চলিবার
সুনীল দিগন্তে
চেতনার শুরু নতুন করে আজ
প্রাণের সীমান্তে।
থিরি থিরি বহে দখীনা বাতাস
দেয় জুড়িয়ে প্রাণ
এসো পথে নামি দৃঢ় প্রত্যয়ে
গেয়ে জীবনের গান।

No comments:

Post a Comment