হাটুরে
হাকিকুর রহমান
সাঁজিয়ে পশরা বসে আছে হাটুরে, হাটের দিনে
খদ্দেররা এসে দামাদামি করে, নিবে তার সব কিনে।
সপ্তাহান্তে এক দিনই তো, সেই সুদূর গাঁ থেকে এখানে আসা
সংসার চালাতে হিমশিম খেতে হয়, তবুওতো হৃদয়ে ভর করে কত আশা।
বউটাকে কিনে দিতে হবে, অনেকদিন পর একটা আনকোরা শাড়ী
মেয়েটাকে পাঠাতে হবে, বিয়ে দিয়ে তার নতুন শ্বশুর বাড়ি।
ভেবে চলে সে, এভাবেই তো কেটে গেলো, সারাটা জীবন
নেই কোন আর চাওয়া পাওয়া, চারিদিকে ঐ একই দৃশ্যমান ভুবন।
হাকিকুর রহমান
সাঁজিয়ে পশরা বসে আছে হাটুরে, হাটের দিনে
খদ্দেররা এসে দামাদামি করে, নিবে তার সব কিনে।
সপ্তাহান্তে এক দিনই তো, সেই সুদূর গাঁ থেকে এখানে আসা
সংসার চালাতে হিমশিম খেতে হয়, তবুওতো হৃদয়ে ভর করে কত আশা।
বউটাকে কিনে দিতে হবে, অনেকদিন পর একটা আনকোরা শাড়ী
মেয়েটাকে পাঠাতে হবে, বিয়ে দিয়ে তার নতুন শ্বশুর বাড়ি।
ভেবে চলে সে, এভাবেই তো কেটে গেলো, সারাটা জীবন
নেই কোন আর চাওয়া পাওয়া, চারিদিকে ঐ একই দৃশ্যমান ভুবন।
No comments:
Post a Comment