Tuesday, January 14, 2020

দিশা
হাকিকুর রহমান

তবু আপাততঃ, হনু পরাহত
দেখিয়া ভবের খেলা
দৃষ্টিতে ফিরে, অন্তরে ঘিরে
দেখে যাই সারাবেলা।
স্তম্ভিত আমি, চলি থামি থামি
জীবনের আকি বাকি
স্বস্তিতে আসা, চেতনায় ভাসা
অপলোকে চাহিয়া থাকি।
পথে হলো দেরী, তাই খুঁজে ফিরি
নিশানা হারানো পথিক
হেরিয়া দৃশ্য, অচেনা বিশ্ব
পা বাড়ানো হয়নি সঠিক।
তপ্ত ধরায়, মত্ত খরায়
হারিয়ে ফেলেছি দিশা
ফিরিয়া নিত্য, স্থবির চিত্ত
কাটেনাকো অমানিশা।

No comments:

Post a Comment