বিশ্বাস
হাকিকুর রহমান
বিশ্বাসকে সেই কবে থেকেই বলছি-
কিসের প্রচ্ছন্নতায় ভুগছো?
কোনসে অবচেতনার বেড়াজালে আবিষ্ট করে রেখেছো নিজেকে!
সেই সে অনাদিকাল থেকেই তো-
গোচরীভূত হলোনা তোমার গতিপথ,
অসমাপ্তই রয়ে গেলো তোমার পথ পরিক্রমা।
অতি বিনয়ের সাথে সে উত্তরিলো-
কালক্ষেপণ করেছি যুগে যুগে,
কতোনা অবিস্মরণীয় স্রোতধারায় বয়েছি আলুথালু ভাবে-
কিন্তু প্রকৃত নাবিকের হাতটি পড়েনি দাঁড়ে
যে লক্ষ্যতে পৌছাবো অতি সহজেই।
No comments:
Post a Comment