Thursday, January 9, 2020

নফস
হাকিকুর রহমান 

খানাপিনা, বালাখানা
সবই পড়ে রবে
দেখাশোনা, জানাশোনা
ছেড়ে যেতে হবে।।
পরপারে যাবার তরে
তৈরী থাকিস মন
আসে-পাশে থাকবেনা তো
আত্মীয়-স্বজন।
সামনে-পিছে থাকবে শুধু
নিজের কর্মফল
ধরার উপর রইবে পড়ে
সবার চোখের জল।
এখন কেঁদে নেই কোন লাভ
ক্ষণিকের ভুবনে
দ্বীন-দুনিয়ার মালিক, তাঁকে
রাখি স্মরণে।

No comments:

Post a Comment