বেড়াজাল
হাকিকুর রহমান
নিষেধের বেড়াজালে
নিজেকে রেখেছি বেঁধে,
উন্নীত করি চেতনা
শত্রু-মিত্র নির্বিভেদে।
ফেলে আসা দিনগুলি
হৃদয়ে রেখেছি তুলি,
এখানে-ওখানে পদচারণা
হারানো বেদনা ভুলি।
আশে পাশে যত কুশীলবগণ
করে শুধু ছলনা,
হারিয়ে ফেলে, খুঁজি কাহারে
গুণবতী ললনা।
এপথ-ওপথ সারাপথ ঘুরে
ক্লান্ত চরণে বসি,
লক্ষ্যে যারার তরেতো তাই
হালটা ধরেছি কষি।
হাকিকুর রহমান
নিষেধের বেড়াজালে
নিজেকে রেখেছি বেঁধে,
উন্নীত করি চেতনা
শত্রু-মিত্র নির্বিভেদে।
ফেলে আসা দিনগুলি
হৃদয়ে রেখেছি তুলি,
এখানে-ওখানে পদচারণা
হারানো বেদনা ভুলি।
আশে পাশে যত কুশীলবগণ
করে শুধু ছলনা,
হারিয়ে ফেলে, খুঁজি কাহারে
গুণবতী ললনা।
এপথ-ওপথ সারাপথ ঘুরে
ক্লান্ত চরণে বসি,
লক্ষ্যে যারার তরেতো তাই
হালটা ধরেছি কষি।
No comments:
Post a Comment