বেশ আছি
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ক্ষতস্থানগুলোকে লুকিয়ে রাখার কি সকরুণ প্রচেষ্টা-
মিথ্যের প্রলেপ দিয়ে বারংবার ঢেঁকে রাখি,
যাতে কেউ না দেখে ফেলে তা।
উপলব্ধি প্রতিনিয়তই আঘাত হেনে যায়-
অন্তরের অন্তস্থলে, আর আমি
হাসি মুখে প্রকাশ করি- "বেশ আছি"।
এই "বেশ আছি", ধারনাটা কবে উদ্ভাবিত হয়েছিলো, জানিনা-
তবুও যখন দেখি আবাল-বৃদ্ধ-বনিতা,
এর ব্যবহারে অতিশয় পটু,
তখন বড়ই বিস্মিত হই!
নশ্বর পৃথিবীটা কতই না উদার-
অকৃপণভাবে সরবরাহ করে চলেছে
জীবন ধারনের সামগ্রীগুলোকে- আর আমরা,
কারণে-অকারণে তাকে ক্ষতি করে যাই।
তেমনি আমি চেষ্টায় রত, ক্ষতস্থানগুলোকে আবার লুকানোর-
কারণ, আমাকে তো বলতেই হবে, "বেশ আছি"।
মিথ্যের প্রলেপ দিয়ে বারংবার ঢেঁকে রাখি,
যাতে কেউ না দেখে ফেলে তা।
উপলব্ধি প্রতিনিয়তই আঘাত হেনে যায়-
অন্তরের অন্তস্থলে, আর আমি
হাসি মুখে প্রকাশ করি- "বেশ আছি"।
এই "বেশ আছি", ধারনাটা কবে উদ্ভাবিত হয়েছিলো, জানিনা-
তবুও যখন দেখি আবাল-বৃদ্ধ-বনিতা,
এর ব্যবহারে অতিশয় পটু,
তখন বড়ই বিস্মিত হই!
নশ্বর পৃথিবীটা কতই না উদার-
অকৃপণভাবে সরবরাহ করে চলেছে
জীবন ধারনের সামগ্রীগুলোকে- আর আমরা,
কারণে-অকারণে তাকে ক্ষতি করে যাই।
তেমনি আমি চেষ্টায় রত, ক্ষতস্থানগুলোকে আবার লুকানোর-
কারণ, আমাকে তো বলতেই হবে, "বেশ আছি"।
No comments:
Post a Comment