Sunday, January 26, 2020

বিশ্বজননী
হাকিকুর রহমান

ওহে লাঞ্ছিতা বিশ্বজননী
দিয়েছো আঁচল পেতে,
আমি হেথা বসে করিছি ধ্বংস
মত্ত খেলায় মেতে।
তোমার মমতা ছড়ায়ে দিয়েছো
সবুজের সমারোহে,
আমি তাতে বসে লাগাই অনল
কিবা অবুঝের দ্রোহে।
নিখিল বিশ্ব চাহিয়া রয়েছে
সকলেই বোবা যেন,
তব স্বস্তিতে মোদের স্বস্তি
বুঝিনা মোরা কেন।
ক্ষমিয় মোদেরে অবুঝ মোরা
জগৎ মাতা তুমি,
আর জেনেশুনে ভুল করিবোনা
চরণ তোমার চুমি।

No comments:

Post a Comment