Tuesday, January 14, 2020

শ্রদ্ধা
হাকিকুর রহমান

তপন হাসিয়া কহে,
মম কিরণে ভুবন করি যে আলো-
তবু কেনো জানি শিশির কণাকে,
বাসিতে পারিনে ভালো।
শিশির কাঁদিয়া কহে,
ক্ষতি নাহি তাতে ওহে-
ভোরের স্নিগ্ধতা ছড়ায়ে দিয়ে,
উবে যাই কোন মোহে।
তপন কহিল পরে,
তব তরে হইতে পারি অতি ক্ষুদ্র-
সারা দিনমান ছড়াও দ্যুতি,
আহা কিযে সুখ!
আমি রহি অনিদ্র।

No comments:

Post a Comment