অর্পণ
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
তার হৃৎপিন্ড যখন ক্ষয়িষ্ণুপ্রাপ্ত হয়,
তখন আমার হৃৎপিন্ড থেকে কিছু ছিড়ে তাকে দেই
যাতে করে সে নির্বিঘ্নে থাকে-
আর তাতে আমি উজ্জীবিত হই।
এভাবেই প্রতিনিয়ত আমার হৃৎপিন্ডকে
ছিড়ে ছিড়ে তাকে দিয়েছি,
যেনো সে সমৃদ্ধ রয়।
কিন্তু সে কখনই আমার ছেড়া হৃৎপিন্ডের দিকে ফিরেও তাকায়নি।
তখন আমার হৃৎপিন্ড থেকে কিছু ছিড়ে তাকে দেই
যাতে করে সে নির্বিঘ্নে থাকে-
আর তাতে আমি উজ্জীবিত হই।
এভাবেই প্রতিনিয়ত আমার হৃৎপিন্ডকে
ছিড়ে ছিড়ে তাকে দিয়েছি,
যেনো সে সমৃদ্ধ রয়।
কিন্তু সে কখনই আমার ছেড়া হৃৎপিন্ডের দিকে ফিরেও তাকায়নি।
No comments:
Post a Comment