দহন
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
ঘোমটা পরা বৌঁ হেঁটে যায়
চেয়ে থাকে সন্ধ্যা তারা
হাসি ভরা মুখটি যে তার
হৃদয় করে পাগল পারা।
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে ঘরে
আঁচল দিয়ে ঢাঁকে
চাউনিটা তার উঠলো কেঁপে
হাত বাড়িয়ে থাকে।
মৌন মুখে কিসের রেখা
বোঝেনাতো কেউ
ঘরের মায়ায় কাতর হিয়া
দহন জ্বালার ঢেউ।
চেয়ে থাকে সন্ধ্যা তারা
হাসি ভরা মুখটি যে তার
হৃদয় করে পাগল পারা।
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে ঘরে
আঁচল দিয়ে ঢাঁকে
চাউনিটা তার উঠলো কেঁপে
হাত বাড়িয়ে থাকে।
মৌন মুখে কিসের রেখা
বোঝেনাতো কেউ
ঘরের মায়ায় কাতর হিয়া
দহন জ্বালার ঢেউ।
No comments:
Post a Comment