Thursday, January 9, 2020

জিজ্ঞাসা
হাকিকুর রহমান 

ভাবগম্ভীর কন্ঠে, জিজ্ঞাসিলেন গুরু শিষ্যকে
হৃদয়াঙ্গম করিতে পারিতেছো কি, এই বিশ্বকে?
অত্যাচার-অনাচারে লিপ্ত হয়ে
ক্ষতি সাধন করিতেছে একে অন্যের,
বুদ্ধি-বিবেচনা পাইয়াছে লোপ
দৃশ্যতঃ হয় যেনো তাহারা পশু বন্যের।
গলদঘর্ম হইবার উপক্রম
হেরিয়া তাহাদের কার্যকলাপ
নীতি-আদর্শের কথা উহাদের কর্ণকুহরে প্রবিষ্ট হয়না
সকলই তাহাদের কাছে লাগে প্রলাপ।
হত্যা-রাহাজানি-সম্ভ্রমহানি
হইয়াছে নিত্য-নৈমিত্যিক ঘটনা
ঘটনাক্রমে কদাচিৎ পরিলক্ষিত হয়
নচেৎ সকলি রহে অনাবিস্কৃত তটনা।
পরিত্রাণের পথ আছে কি ইহা থেকে
কে লইবে আজি এসবের দ্বায়ভার?
কুম্ভকর্ণ হইলে কি চলিবে-
কে রক্ষিবে ঐ ক্ষতিগ্রস্থ পরিজন-পরিবার?

No comments:

Post a Comment