শিল্পের সেতু- প্যারিস
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
তাকাও!
মানুষ হেঁটে যায়, আবার দাঁড়ায় কিছুক্ষণের তরে
প্রকাশ করে তাদের গোপন, সত্য, আর মিথ্যা হাসি-ঠাট্টার ছলে
আর তুমি, রয়েছো একা দাঁড়িয়ে, শান্ত-সৌম্য হয়ে
কত অতীত সাথে লয়ে, আর কত আগত সময়ের নিমিত্তে
তুমি, তোমার হৃদয়ে কর তাদেরে সংরক্ষণ
যদিও, সব তালা সেখানেই রহে, আর কখনও তাতে ধুলো ধরে না।
মানুষ হেঁটে যায়, আবার দাঁড়ায় কিছুক্ষণের তরে
প্রকাশ করে তাদের গোপন, সত্য, আর মিথ্যা হাসি-ঠাট্টার ছলে
আর তুমি, রয়েছো একা দাঁড়িয়ে, শান্ত-সৌম্য হয়ে
কত অতীত সাথে লয়ে, আর কত আগত সময়ের নিমিত্তে
তুমি, তোমার হৃদয়ে কর তাদেরে সংরক্ষণ
যদিও, সব তালা সেখানেই রহে, আর কখনও তাতে ধুলো ধরে না।
No comments:
Post a Comment