Tuesday, January 14, 2020

মোদ্দাকথা
হাকিকুর রহমান

মোদ্দাকথা- ব্যামো হলে বদ্দি আনো ডেকে
ঘ্যানর ঘ্যানর করোনাকো, কানের কাছে থেকে।
পেটের ব্যামো হলে পরে, খাও শাক-পাতা
কপালেতে লাগাও বাম, হলে মাথা ব্যথা।
নিত্তি খাবা সাগরকলা, হলে রক্তচাপ
প্রতি প্রাতে একটা আপেল, খেতে পারো বাপ।
ডাল দিয়ে সজনের ডাঁটা, ভালো প্রতিষেধক
উচ্ছে ভর্তায় ত্বকের ভালো, বলেন গবেষক।
সাথে তুমি সকাল সাঁঝে, একটু করো ব্যায়াম
সকল ব্যায়ামের সেরা সেযে, আছে প্রাণায়াম।
বেছে চলো সাবধানেতে, খেওনাকো ধরা
ফলমূল, শাক-সবজী, ফরমালিনে ভরা।

No comments:

Post a Comment