বর্ষা বন্দনা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
আষাঢ় যায় যে গত হয়ে
বর্ষা নামিছে রয়ে রয়ে।
নামেনিকো ঘন বরষা
চিত্ত হয়নি হরষা।
আসুক চপলা লয়ে শ্রাবণ
বহুক না ক্ষণিকের প্লাবন।
ফুটুক কাননে কদম কেয়া
ভাসুক নদীতে জীবনের খেয়া।
বর্ষা নামিছে রয়ে রয়ে।
নামেনিকো ঘন বরষা
চিত্ত হয়নি হরষা।
আসুক চপলা লয়ে শ্রাবণ
বহুক না ক্ষণিকের প্লাবন।
ফুটুক কাননে কদম কেয়া
ভাসুক নদীতে জীবনের খেয়া।
No comments:
Post a Comment