Tuesday, January 14, 2020

জলধারা
হাকিকুর রহমান

জলধারা হাসি কহে
ওহে মেঘরাশি,
তুমিতো হতচ্ছাড়া
হয়ে গেছো বাসি।
কোথা গেলো তোড়জোড়
কোথা কলরব,
গগনের কোনে বসি
কিসের অনুভব।
এদিকে চাহিয়া দেখো
আমারি পানে,
সকলে ডুবিয়া রহে
মনেরি টানে।
মেঘরাশি কহি উঠে
ওহে জলধারা,
আমি বিনা তুমিযে
অতি হতচ্ছাড়া।

No comments:

Post a Comment