কিহে?
হাকিকুর রহমান
তুমি এসে গায়ে পড়ে
সৎ উপদেশ দাও
আগে তুমি সোজা পথে
নিজের পা বাড়াও।
সত্যের পথ, কঠিন বটে
মিথ্যার পথ জটিল
সত্যের নাও, ভিড়বে আগে
মিথ্যায় যতো কুটিল।
সত্য পথে চলতে হবে
নইলে উপায় নাই
ওপারেতে বিচার হবে
যতোই বলো তাই।
হাকিকুর রহমান
তুমি এসে গায়ে পড়ে
সৎ উপদেশ দাও
আগে তুমি সোজা পথে
নিজের পা বাড়াও।
সত্যের পথ, কঠিন বটে
মিথ্যার পথ জটিল
সত্যের নাও, ভিড়বে আগে
মিথ্যায় যতো কুটিল।
সত্য পথে চলতে হবে
নইলে উপায় নাই
ওপারেতে বিচার হবে
যতোই বলো তাই।
No comments:
Post a Comment