রৌদ্র-ছায়া
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
রৌদ্র-ছায়া করছে খেলা
যাচ্ছে কেটে ভালোই বেলা।
এই ঘন মেঘ করলো আঁধার
দিব্বি সুরুজ চাইছে আবার।
হচ্ছে মনে বৃষ্টি এলো
কৈ যে, কোথায় হারিয়ে গেলো।
বর্ষা ঋতুর একোন সাঁজ
দুমাস জুড়ে নেইকো কাজ।
প্রকৃতিতো করছে মজা
পরিবেশের হচ্ছে ভজা।
কোথাও বৃষ্টি, কোথাও খরা
এমনি করেই চলছে ধরা।
যাচ্ছে কেটে ভালোই বেলা।
এই ঘন মেঘ করলো আঁধার
দিব্বি সুরুজ চাইছে আবার।
হচ্ছে মনে বৃষ্টি এলো
কৈ যে, কোথায় হারিয়ে গেলো।
বর্ষা ঋতুর একোন সাঁজ
দুমাস জুড়ে নেইকো কাজ।
প্রকৃতিতো করছে মজা
পরিবেশের হচ্ছে ভজা।
কোথাও বৃষ্টি, কোথাও খরা
এমনি করেই চলছে ধরা।
No comments:
Post a Comment