Sunday, January 26, 2020

আবহমান
হাকিকুর রহমান

ধুন ধরেছে কাঠবেড়ালী
ভেংচি মারার তরে,
ঘাপটি মারা নেংটি ইঁদুর
অমনি কেটে পড়ে।
তাইনা দেখে হুলোবেড়াল
দিলো বেদম দোড়,
কুকুর মশায় তেড়ে আসেন
ছেড়ে আড়ামোড়।
জাল ফেলেছে মাকড়সাটি
আট পা ষোল হাঁটু,
কানে মশার ভনভনানি
সেইতো কানাই লাঠু।
একপা তুলে কানাবগী
খাচ্ছে চুনোপুঁটি,
তাইনা দেখে খুকুমনি
হেসেই কুটিকুটি।

No comments:

Post a Comment