Sunday, January 26, 2020

পান্থ পাখি
হাকিকুর রহমান

পান্থ পাখির পাখায় পাখায়
বিচরণ করা এই পৃথিবীকে,
অবসন্নতায় ভরা গতিপথ
জীবনের মানে হয় ফিকে।
প্রহরের বেড়াজাল ছিন্ন করে
অগ্রসরমান হই এই পথে,
হাস্য-উপহাস প্রকাশিয়া
ব্যর্থতা ঢাকি কোন মতে।
কিসের পরিশুদ্ধতায়
ত্রয়ীত হলো দেহমন,
প্রকাশিতে নাহি পারি
অপরিকল্পিত প্রাণায়ন।

No comments:

Post a Comment